December 17, 2025

সন্তোষ ট্রফি ফুটবল,ত্রিপুরার সামনে মিজোরাম!!

 সন্তোষ ট্রফি ফুটবল,ত্রিপুরার সামনে মিজোরাম!!

অনলাইন প্রতিনিধি :-জাতীয় সন্তোষ ট্রফি ফুটবলে গ্রুপ লীগ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (বুধবার) শক্তিশালী মিজোরামের বিরুদ্ধে খেলতে নামছে স্বাগতিক রাজ্যদল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা সাতটায় হবে ম্যাচটি। গতকাল মণিপুরের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ হারার পর গ্রুপ লীগের লড়াই অনেকটাই কঠিন হয়ে পড়েছে রাজ্যদলের জন্য। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো অনেকটাই কঠিন বলা চলে। তা বলে অসম্ভবও কিছু নয়। মিজোরাম ও নাগাল্যান্ড গ্রুপের শেষ দুটি ম্যাচ এখন খেলার বাকি রয়েছে ত্রিপুরা টিমের সামনে। তবে মণিপুরের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা রাজ্যদল কতোটা সামলে উঠতে পারে এটাই এখন বড় প্রশ্ন। গ্রুপে মিজোরাম ও নাগাল্যান্ড শেষ এই দুটি ম্যাচ এখন রাজ্যদলের কাছে ভাইটাল হয়ে গেলো। গ্রুপের শেষ এই দুটি ম্যাচ জিততে পারলেই তবে পরবর্তী রাউন্ডে তথা মূলপর্বে যাবার স্বপ্ন পূরণ হতে পারে ত্রিপুরার। ফলে ঘরের মাঠে ত্রিপুরা টিম নিশ্চয়ই চেষ্টা করবে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে শেষ দুটি ম্যাচ জিততে। ৭৯তম জাতীয় সন্তোষ ট্রফি ফুটবলের গ্রুপ লীগ পর্বের দুটি ম্যাচ বুধবার অনুষ্ঠিত হতে চলছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকাল আড়াইটায় প্রথম ম্যাচে নাগাল্যান্ড ও মণিপুর এবং সন্ধ্যা সাতটায় দিনের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা লড়বে মিজোরামের সঙ্গে। চারটি টিমই আজ উমাকান্ত মাঠে প্র্যাকটিস সেরেছে। ত্রিপুরা টিম প্র্যাকটিস করেছে বিকালে।
গ্রুপের প্রথম ম্যাচে নাগাল্যান্ড ১-০ গোলে মিজোরামকে এবং মণিপুর ৫-১ গোলের ব্যবধানে ত্রিপুরা টিমকে হারায়। প্রথম ম্যাচে জয়ী নাগাল্যান্ড ও মণিপুর দুটি টিমই গ্রুপ চ্যাম্পিয়নের দৌড়ে নিজেদের আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে আগামীকালের ম্যাচ জিততে মাঠে নামছে। অন্যদিকে, ত্রিপুরার সঙ্গে মিজোরামেরও চেষ্টা থাকবে আগামীকালের ম্যাচটা জিতে আসরে ঘুরে দাঁড়াতে। ফলে আগামীকাল নাগাল্যান্ড বনাম মণিপুর এবং অন্যদিকে ত্রিপুরা বনাম মিজোরাম এই দুটি ম্যাচই বেশ জমতে চলেছে বলে ফুটবল মহলের ধারণা। এদিকে, গতকাল মণিপুরের কাছে বড় ব্যবধানে ম্যাচ হারার ফলে মানসিকভাবে অনেকটাই অস্বস্তিতে রয়েছে স্বাগতিক রাজ্যদল। এই অবস্থায় প্রচন্ড চাপ নিয়ে আগামীকাল মিজোরামের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে কোচ দীনেশ প্রধানের টিম। আজ বিকালে প্র্যাকটিস শেষে রাজ্যদলের চিফ কোচ দীনেশ প্রধান জানান, মণিপুরের কাছে বড় ব্যবধানে ম্যাচ হারার কারণে আমাদের টিমের উপর এখন অনেকটাই চাপ। তবে চেষ্টা করা হচ্ছে ঘুরে দাঁড়ানোর। মণিপুর ম্যাচে টিমের ভিতরে যে সমস্যাগুলো দেখা গেছে তা শুধরিয়ে সামনে মিজোরাম এবং নাগাল্যান্ড ম্যাচ জেতার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে রক্ষণ ও মাঝমাঠের দুর্বলতা কাটিয়ে উঠার চেষ্টা চলছে। রক্ষণ ও মাঝমাঠের দুর্বলতার কারণে মণিপুরের কাছে বাজেভাবে ম্যাচটা হারতে হয়েছিল। টিম কম্বিনেশনের বড় অভাব দেখা গেছে। আশা করছি শেষ দুটি ম্যাচে ভালো খেলবে ছেলেরা। যদিও ম্যাচ প্ল্যানিং সম্পর্কে আপাতত কিছু বলতে চাননি তিনি। রাতে টিম মিটিংয়ে গেম প্ল্যানিং তথা ম্যাচের রণকৌশল ঠিক করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *