ভাগ্য পরীক্ষা ১৩১৪ প্রার্থীর,কঠোর নিরাপত্তায় আজ বিহারে প্রথম দফা ভোট।।
অনলাইন প্রতিনিধি :-বিজ্ঞান জাদুঘর আন্দোলনের বিশিষ্ট মুখ সরোজ ঘোষ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। আমেরিকার সিয়্যাটলে শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটে তাঁর জীবনাবসান ঘটে। পরিবার সূত্রে জানা যায়, সরোজের ইচ্ছানুসারে, তাঁর দেহ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে রাখা হবে।সেখানে বিজ্ঞান গবেষণার কাজের জন্য তাঁর দেহ দেওয়া হয়েছে। সরোজ এনসিএসএম-এর প্রতিষ্ঠাতাও পরিচালক ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৯৭ পর্যন্ত […]readmore