সংবিধান সংশোধনী বিল পেশ হতেই ধুন্ধুমার সংসদে, বিল ছিঁড়ে ছোড়া হলো শাহের মুখে!!
২২ বৎসর পর সভাপতি পদে নির্বাচন হইল কংগ্রেসে। এর আগে নির্বাচন হইয়াছিল ২০০০ সালে। সেই নির্বাচনে রাজীব গান্ধী ঘনিষ্ঠ জিতেন্দ্র প্রসাদকে হারাইয়াছিলেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী পাইয়াছিলেন ৯৭ শতাংশ ভোট। ইহার পর ২০১৭ সালে রাহুল গান্ধী সভাপতি হইয়াছিলেন সর্বসম্মতিক্রমে। এই হইল দেশের সর্ববৃহৎ, সর্বপ্রাচীন কংগ্রেস দলের দলীয় নির্বাচন। গান্ধী পরিবারের বাহিরের লোক হিসাবে কংগ্রেসের সভাপতি […]readmore