বি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নাম ঘোষণা করল ইন্ডিয়া জোট!!
রুটিন কাজ।আগরতলার সহকারী হাইকমিশনারকে ঢাকায় ডাকিয়া লওয়া হইয়াছে রুটিন কাজে। একইভাবে কলকাতার উপ-হাইকমিশনারকেও রুটিন কাজে ডাকিয়া পাঠানো হইয়াছে বলিয়া জানা গিয়াছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে। সূত্র অবশ্যই নির্ভরযোগ্য। আবার সহকারী হাইকমিশনার কিংবা উপ- হাইকমিশনারের বক্তব্যও অনুরূপ। আরও জানা গিয়াছে আগরতলা কিংবা কলকাতার দূতাবাস বন্ধের কোনও ভাবনাচিন্তা এখনও পর্যন্ত বাংলাদেশের নাই। এই খবরটি প্রতিবেশী দুই দেশের […]readmore