January 11, 2026

Tags : মেঘালয় ৪৬ রানে অলআউট

খেলা ত্রিপুরা খবর দেশ

ফাইনালে ত্রিপুরা-মিজোরাম লড়বে!!

অনলাইন প্রতিনিধি :-গুয়াহাটিতে অনূর্ধ্ব পনেরো মহিলাদের একদিনের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে সোমবার ত্রিপুরা ও মিজোরাম মুখোমুখি হবে।এদিকে, আজ গ্রুপ লীগের শেষ ম্যাচে মিজোরাম ৮৯ রানে হারিয়ে দেয় নাগাল্যান্ডকে। ম্যাচে মিজোরাম প্রথম ব্যাট করে পঁয়ত্রিশ ওভারে সাত উইকেটে ১৬২ রান তুলে। দলের পক্ষে লালরুয়াতলুই অপরাজিত ৪২ রান করে। জবাবে নাগাল্যান্ডের লড়াই ২৭.৩ ওভারে মাত্র […]readmore