ভাগ্য পরীক্ষা ১৩১৪ প্রার্থীর,কঠোর নিরাপত্তায় আজ বিহারে প্রথম দফা ভোট।।
অনলাইন প্রতিনিধি :-গুরুতর অসুস্থ ভারতের প্রাক্তন প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। বুধবার রাতে ভর্তি করা হয়েছে পুনের হাসপাতালে। বুধবার রাতে জ্বর এবং বুকের সংক্রমণ থাকায় তাঁকে পুনের ভারতী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বুকে ইনফেকশন ধরা পড়েছে। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ড। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। ওই […]readmore