ভাগ্য পরীক্ষা ১৩১৪ প্রার্থীর,কঠোর নিরাপত্তায় আজ বিহারে প্রথম দফা ভোট।।
অনলাইন প্রতিনিধি :-ভোটের মুখেই বিশাল ড্যামেজ বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ-তে। লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে পাল্টি খেল বিহারে বিজেপির অন্যতম জোটসঙ্গী চিরাগ পাসওয়ানের দল, লোক জনশক্তি পার্টির ২২ জন নেতা দল থেকে দিলেন ইস্তফা। একইসঙ্গে জানিয়ে দিলেন, লোকসভা নির্বাচনে এবার তারা এনডিএ-র বদলে তারা বিরোধী জোট ইন্ডিয়া-কে সমর্থন করবেন।বুধবার এলজেপির ২২ জন নেতা জানান, লোকসভা নির্বাচনে আসন […]readmore