অন্ধ্রপ্রদেশের মন্দিরে একাদশীর ভিড়ে পদপিষ্ট, মৃত অন্তত সাত!শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর!!
অনলাইন প্রতিনিধি :-আর মাত্র দশদিনের অপেক্ষা।তারপরই রেলপথে জুড়বে মিজোরামের সাইরাঙ।তেরো সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রী ট্রেন চলাচল শুরু হবে এই স্টেশনে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সূচনা করা হবে এর। গুয়াহাটি থেকে সাইরাঙের মধ্যে শুরু হবে যাত্রী ট্রেনের চলাচল। এর জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে প্রস্তুতি চলছে জোর কদমে। প্রস্তুতি চলছে আগরতলা স্টেশনেও। ত্রিপুরার প্রধান […]readmore