শনিবার | ২৪ জানুয়ারি ২০২৬

সূর্যকুমারের ব্যাটিংয়ে মুগ্ধ শিবম দুবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের

 সূর্যকুমারের ব্যাটিংয়ে মুগ্ধ শিবম দুবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের

“কিছুদিন আগেই একটি সাংবাদিক সম্মেলনে আমাকে সূর্যর ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনই বলেছিলাম, ও যখন ফর্মে ফিরবে, গোটা দুনিয়া বুঝে যাবে ও কী ধরনের খেলোয়াড়। আজ সূর্যকুমার যাদব দেখিয়ে দিল কেন সে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার।”

অনলাইন ডেস্ক, কলকাতা : নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দলের ব্যাটিংয়ে নজর কেড়েছেন সূর্যকুমার যাদব। দীর্ঘদিন পর নিজের পরিচিত স্টাইলে ব্যাট করে সমালোচকদের মুখ বন্ধ করেছেন তিনি। আর সেই ইনিংস খুব কাছ থেকে উপভোগ করেছেন তাঁর মুম্বই সতীর্থ শিবম দুবে।

সূর্যকুমার যাদব ২৩ ইনিংস পর ফের ৫০-এর বেশি রান করলেন। ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ইনিংস নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। দুবের সঙ্গে তিনি অপরাজিত ৮১ রানের জুটি গড়ে ভারতকে ২০৯ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলতে সাহায্য করেন। বাঁ-ডান কম্বিনেশনের কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়ার আগে ব্যাট করতে নেমে দুবে ১৮ বলে ঝোড়ো ৩৬ রান করেন।

ম্যাচের পর শিবম দুবে বলেন, “কিছুদিন আগেই একটি সাংবাদিক সম্মেলনে আমাকে সূর্যর ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনই বলেছিলাম, ও যখন ফর্মে ফিরবে, গোটা দুনিয়া বুঝে যাবে ও কী ধরনের খেলোয়াড়। আজ সূর্যকুমার যাদব দেখিয়ে দিল কেন সে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার।”

সূর্য-দুবে জুটির আগেই ম্যাচ কার্যত নিউজিল্যান্ডের হাত থেকে কেড়ে নেন ঈশান কিশন। প্রত্যাবর্তনের সিরিজে তিনি ৩২ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দুবে বলেন, “ঈশান সেরা বাঁহাতি ব্যাটারদের মধ্যে একজন। ড্রেসিংরুমে আমরা ওকে ‘পকেট ডাইনামাইট’ বলি। ও জানে ও কী করতে পারে, আর আজ সেটাই প্রমাণ করেছে।”

দুবে জানান, শিশির পড়ায় বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে গিয়েছিল, ফলে ব্যাটিং আরও সহজ হয়।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলের ভরসা হয়ে উঠছেন শিবম দুবে। শুক্রবার তিনি ধীরগতির বলে গুরুত্বপূর্ণ সময়ে ড্যারিল মিচেলের উইকেট তুলে নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কঠোর পরিশ্রম করেছি, তবে অধিনায়ক ও কোচের সমর্থন খুব গুরুত্বপূর্ণ। ছয় নম্বর বোলার হিসেবে যখনই সুযোগ পাব—দু’ওভার হোক বা চার ওভার—পরিস্থিতি বুঝে বল করার চেষ্টা করব।”

সব মিলিয়ে, সূর্যকুমারের ফর্মে ফেরা, ঈশানের ঝোড়ো ব্যাটিং আর দুবের অলরাউন্ড পারফরম্যান্স—সবটাই ভারতীয় দলের জন্য বড় স্বস্তির খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *