August 8, 2025

NRC নিয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ হিমন্তের!!

 NRC নিয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ হিমন্তের!!

অনলাইন প্রতিনিধি :- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। “এনআরসি নিয়ে কোনও ঘোষণা হয়নি, বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মধ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী।”
ঝাড়গ্রামের জনসভায় নাগরিকত্ব নিয়ে সওয়াল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমাদের শপথ এনআরসি করতে দিচ্ছি না, দেব না। অসম থেকে এনআরসি নোটিস পাঠাচ্ছেন, সাহস তো কম নয়! নোটিস পাঠালে কেউ যাবেন না। আমরা এখান থেকে আইনজীবী দিয়ে লড়িয়ে নেব। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন।”পাল্টা জবাবে হিমন্ত বিশ্বশর্মা বলেন “হঠাৎ মমতা ব্যানার্জি বলছেন, আমি এনআরসি মানব না। কে এনআরসি-র নির্দেশ দিয়েছে? ”তিনি মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে আরও বলেন “বাঙালিদের মধ্যে ভয় তৈরি করা এবং তাদের ভোট আদায় করার কৌশল এটা। বিগত পাঁচ বছরে উনি এনআরসি নিয়ে কথা বলেননি। হঠাৎ তিনি এইসব বিষয় নিয়ে কথা বলছেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *