August 2, 2025

বিদ্যাজ্যোতি প্রকল্পে ব্যাপক সাড়া

 বিদ্যাজ্যোতি প্রকল্পে ব্যাপক সাড়া

রাজ্য সরকার পরিচালিত এবং সিবিএসই বোর্ডের অধীন বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ভর্তি নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সারা পড়েছে। শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী একশটি বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হওয়ার জন্য ব্যাপক চাহিদা। তথ্য অনুযায়ী ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে দশ হাজার আটশ (১০.৮০০)। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে। ওই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ৬৫৪ জন ছাত্রছাত্রী আবেদন করেছে।

সপ্তম শ্রেণীতে করেছে ২৫৪ জন, অষ্টম শ্রেণীতে ১৭৭ জন এবং নবম শ্রেণীতে আবেদন করেছে ২১৮ জন। মোট ১৩০৩ জন ছাত্রছাত্রী শুধু খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে আবেদন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *