শনিবার | ৩১ জানুয়ারি ২০২৬

এবার প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে ডাক SIR-শুনানিতে

 এবার প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে ডাক SIR-শুনানিতে

বাবার নামের নথিগত গরমিলের কারণেই ঝুলন ও তাঁর দুই ভাইবোনকে এই শুনানির জন্য সমন পাঠানো হয় বলে শুক্রবার এক সরকারি আধিকারিক জানিয়েছেন।

অনলাইন ডেস্ক, কলকাতা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় শুনানিতে ডাকা হয়েছে। বাবার নামের নথিগত গরমিলের কারণেই ঝুলন ও তাঁর দুই ভাইবোনকে এই শুনানির জন্য সমন পাঠানো হয় বলে শুক্রবার এক সরকারি আধিকারিক জানিয়েছেন।

আধিকারিকের মতে, কিছু নথিতে ঝুলনের বাবার নাম “নিশিথ রঞ্জন গোস্বামী” এবং অন্য কিছু নথিতে “নিশিথ গোস্বামী” লেখা রয়েছে। এই নামের পার্থক্য থেকেই জটিলতা তৈরি হয়।

গত ২৭ জানুয়ারি এই শুনানি অনুষ্ঠিত হয়। তবে ঝুলন গোস্বামীকে সশরীরে হাজির হতে হয়নি। তিনি নিজের বাড়ি থেকেই বিষয়টি মিটিয়ে নেন, আর তাঁর দুই ভাইবোন স্থানীয় একটি স্কুলে গিয়ে শুনানিতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝুলন গোস্বামী ভারতের হয়ে ১২টি টেস্ট, ২০৪টি একদিনের ম্যাচ এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি দেশের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে পরিচিত।

এই ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে জাতীয় ক্রীড়া আইকনকে নিশানা করার অভিযোগ তুলেছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তৃণমূল স্মরণ করিয়ে দেয়, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝুলন গোস্বামীকে “ভারতের গর্ব” বলে প্রশংসা করেছিলেন।

তৃণমূলের অভিযোগ, “যে ক্রীড়াবিদকে একসময় দেশের গর্ব বলা হয়েছিল, আজ তাঁকেই বাবার নামের সামান্য গরমিলের কারণে নিজের পরিচয় প্রমাণ করতে টানা হচ্ছে।” দলের দাবি, “ঝুলন গোস্বামীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা মানে নৈতিক অধিকার হারানো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *