CDAC ACTS Guwahati-তে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোর্সে ভর্তি চলছে, আবেদন করার শেষ তারিখ ২৫শে জুন

ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ শীর্ষস্থানীয় গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান CDAC (Centre for Development of Advanced Computing) এবার গুৱাহাটীৰ CDAC ACTS Guwahati সেন্টারে শুরু করছে PG Diploma in Artificial Intelligence (PG-DAI) কোর্সের আগস্ট ২০২৫ ব্যাচের ভর্তি প্রক্রিয়া।
এই ২৪ সপ্তাহের ফুল-টাইম কোর্সটি অনুষ্ঠিত হবে IIT Guwahati Research Park-এ। কোর্সে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হবে AI, Machine Learning, Natural Language Processing, Python, R, TensorFlow, PySpark এবং Cloud Computing।
CDAC ACTS Guwahati-র এক মুখপাত্র জানান,
“এই কোর্স বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাতে তারা স্থানীয়ভাবে থেকেও জাতীয় পর্যায়ের প্রযুক্তি দক্ষতা অর্জন করতে পারে এবং চাকরি পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারে।”
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
- আবেদন প্রক্রিয়া: CDAC C-CAT (Common Admission Test)-এর মাধ্যমে
- আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৫
- C-CAT পরীক্ষার তারিখ: ৫ ও ৬ জুলাই ২০২৫
- ক্লাস শুরু: ২১ আগস্ট ২০২৫
- কোর্সের সময়কাল: ২৪ সপ্তাহ
- স্থান: CDAC CINE, ৫ম তলা, IIT Guwahati Research Park, আমিনগাঁও, গুৱাহাটী
CDAC-এর Common Campus Placement Programme (CCPP)-এর মাধ্যমে শিক্ষার্থীরা পায় দেশের শীর্ষ আইটি কোম্পানিগুলিতে চাকরি পাওয়ার সুযোগ। অংশগ্রহণকারী কোম্পানির সংখ্যা ৫০০-রও বেশি এবং গড় বেতন ₹৪.৫ লক্ষ থেকে ₹৮ লক্ষ পর্যন্ত।