August 2, 2025

CDAC গুৱাহাটী-র উদ্যোগে HPC ও AI-তে সরকারী বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স, আবেদনের শেষ তারিখ ২৬শে জুন

 CDAC গুৱাহাটী-র উদ্যোগে HPC ও AI-তে সরকারী বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স, আবেদনের শেষ তারিখ ২৬শে জুন

গুৱাহাটী, ২০২৫: ভারতের তথ্যপ্রযুক্তি দপ্তরের (MeitY) অধীনে কাজ করা কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠান CDAC (Centre for Development of Advanced Computing) এবার গুৱাহাটী কেন্দ্র থেকে শুরু করছে একটি বিশেষ সরকারি প্রশিক্ষণ কর্মসূচি“Advanced Certificate Course in High Performance Computing & Artificial Intelligence (HPC-AI)”। এই কোর্সটি ভারতের জাতীয় সুপারকম্পিউটিং মিশন (NSM)-এর অংশ এবং এর মূল উদ্দেশ্য হলো দেশের যুবসমাজকে আধুনিক প্রযুক্তি যেমন HPC, AI, Machine Learning-এর ক্ষেত্রে দক্ষ করে তোলা।

কোর্সের বৈশিষ্ট্য:

এই কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিখবে লিনাক্স, শেল স্ক্রিপ্টিং, HPC আর্কিটেকচার, পাইথন, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, CUDA, OpenCL, Power BI-র মতো বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে এবং SC/ST/EWS/মহিলা প্রার্থীদের জন্য প্রতি মাসে ₹১০,০০০ স্টাইপেন্ড-এর ব্যবস্থাও রয়েছে।

যোগ্যতা ও আবেদন পদ্ধতি:

এই কোর্সে আবেদন করতে পারবেন B.E./B.Tech./B.Sc./BCA/MCA/M.Sc./M.Tech (সকল শাখা)-র প্রার্থীরা, যাঁদের ন্যূনতম ৬০% নম্বর রয়েছে (SC/ST প্রার্থীদের জন্য ৫% ছাড়)। বয়সসীমা ৩০ বছর, তবে SC/ST প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে।

আবেদনের শেষ তারিখ: ২৬শে জুন, ২০২৫
কোর্স চলবে: ১৪ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বর, ২০২৫
প্রশিক্ষণ স্থান: CDAC গুৱাহাটী সহ অন্যান্য জাতীয় কেন্দ্র

রেজিস্ট্রেশনের লিংক:

https://c-huk.cdacb.in/cbp_register.php

CDAC গুৱাহাটীৰ এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদেরই নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *