ভিবি জি রাম জি প্রকল্পে,অধিক কর্মসংস্থানের গ্যারান্টি পাবেন মানুষ : সুশান্ত!!
অনলাইন প্রতিনিধি :- অন্যায় আবদার নিয়ে শিক্ষাঙ্গণে একদল ছাত্র ও বহিরাগত লোকজনের হাঙ্গামায় নৈরাজ্য কায়েম হয়েছে। রামঠাকুর কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মীরা শুক্রবার উচ্চ শিক্ষা অধিকর্তার দপ্তরে ছুটে গিয়ে তাদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে এসেছেন। এর আগে পুলিশ যায় শিক্ষাঙ্গনে। এক ঘণ্টা ধরে বন্দি কলেজের প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষকদের মুক্ত করে আনে।এই শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি নিয়ে রামঠাকুর […]readmore