বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো-র একটি যাত্রীবাহী বিমান।
অনলাইন প্রতিনিধি:-ত্রিপাক্ষিক চুক্তির শর্ত আদায়ে ৯ সেপ্টেম্বর নয়াদিল্লীর যন্তর মন্তরে ধরনায় বসছে, তিপ্রা মথা। অবৈধ অনুপ্রবেশ, ভূমির অধিকার, আর্থ সামাজিক অধিকার সহ অন্যান্য দাবিতে এ দিন দুপুর দুইটায় যন্তর মন্তরে ধরনা হবে। এদিনের ধরনা আন্দোলনে ভারতের জাতীয় পতাকা নিয়ে বসবেন মথার ছাত্র যুব সহ নেতৃত্বরা। মথার অরাজনৈতিক কর্মসূচিতে বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ রাজ্যের অন্যান্য বিরোধী […]readmore