জিরানীয়ায় শিক্ষক দিবসের অনুষ্ঠান,সময়মতো শিক্ষক-কর্মচারীদের ডিএ প্রদান করবে সরকার: সুশান্ত!!
পেশাজীবীর রাজনীতি গতানুগতিকতার চাইতে খানিক দূরে থাকিবে, ভিন্ন হইবে এমন প্রত্যাশা সকলেই করিবে। সেইক্ষেত্রে ত্রিপুরায় এর আগে কোনও পেশাজীবী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান নাই। অতীতে যাহারা আইন পেশা হইতে আসিয়াছিলেন তাহাদের মূল পেশা কখনোই আইন আদালত ছিল না, রাজনীতিকেই তাহারা প্রধান পেশা করিয়াছিলেন এবং আমরা সেই সকল মন্ত্রীদের গতানুগতিকতাতেই দেখিয়াছি। এইবার ভিন্ন ধারার কাজকর্ম দেখিতে কৌতূহলী […]readmore