বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো-র একটি যাত্রীবাহী বিমান।
জিএসটিতে নয়া যুগের সূচনা।২০১৭ সালে দেশে জিএসটি যুগের সূচনা হয়েছিলো তখন থেকেই জিএসটির হার নিয়ে সুর চড়িয়েছিলো বিরোধী থেকে নিম্ন, মধ্যবিত্তরা।একই সাথে নিম্ন, মধ্য ব্যবসায়ীরাও জিএসটির চড়া হারের বলি হয়েছেন।বড় ব্যবসায়ীদের সাথে পাল্লা দিয়ে পিছিয়ে পড়েছেন ছোট ছোট বহু ব্যবসায়ী, দোকানি। এছাড়াও জিএসটির চড়া হারের দরুন একদিকে সরকারী রাজস্বের পরিমাণ যেমন বেড়েছে তেমনি রাজ্য সরকারগুলি […]readmore