বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো-র একটি যাত্রীবাহী বিমান।
কালের চক্রে ফিরে এসেছে দুর্গোৎসব। আজ মহাষষ্ঠী।শুরু হচ্ছে বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন, শারদীয় দুর্গোৎসব। মার্কণ্ডেয় পুরানের ‘শ্রীশ্রী চণ্ডী’র বর্ণনানুযায়ী, মহাষষ্ঠীর অর্থ কবচ, অর্গল, তিলক পাঠ করে দেবীকে আহ্বান করা, দেবীর আশীর্বাদ কামনা করা। কবচের উদ্দেশ্য, দুর্গা দেবীর বিভিন্ন অঙ্গ দ্বারা রক্ষা পাওয়া। ‘অহং ব্রহ্মাণ্ডময়্যাই নামা, মায়া মহিমা কৃপা করুণাময়ী’, অর্থাৎ মাথায় শরণং […]readmore