বিধানসভায় অসংসদীয় শব্দ ব্যবহার,পুরো সেশন থেকে সাসপেণ্ড সুদীপ, পাশে থাকলো
অনলাইন প্রতিনিধি || ত্রয়োদশ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথমদিন নানা কারণেই ঘটনাবহুল হয়ে রইলো । পবিত্র বিধানসভায় সুদীপ রায় বর্মণের মতো একজন বরিষ্ঠ বিধায়ককে অভব্য আচরণ, অসংসদীয় ও অশোভনীয় শব্দবাক্য ব্যবহারের জন্য বাজেট অধিবেশনের পুরো সেশন থেকে সাসপেণ্ড হতে হয়েছে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অধিবেশনের দ্বিতীয় বেলা ৫.১০ মিনিটে বিধায়ক শ্রীবর্মণকে হাউস থেকে বহিষ্কারের নির্দেশ দেন। তাৎপর্যপূর্ণ […]readmore