অরিজিৎ সিং, পরের পদক্ষেপ কী নেবেন, দিশেহারা নেটিজেনরা …
গত বছর স্পটিফাইয়ে ১৫ কোটির বেশি ফলোয়ার নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি অনুসৃত শিল্পীও হন অরিজিৎ সিং।
অনলাইন ডেস্ক, কলকাতা: বলিউডের ঝলমলে দুনিয়া থেকে বহু দূরে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের শহরে স্কুটিতে চড়ে ঘুরে বেড়াতে প্রায়ই দেখা যায় অরিজিৎ সিংকে। এমন এক শান্ত জীবনের মাঝেই মঙ্গলবার রাতে সবাইকে চমকে দিয়ে ঘোষণা করেন, তিনি প্লেব্যাক গান থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছেন, যদিও সঙ্গীতচর্চা চালিয়ে যাবেন।
৩৮ বছরের ‘কেসরিয়া’ ও ‘বিদা করো’ খ্যাত এই গায়কের এই সিদ্ধান্ত সামনে আসতেই প্রশ্ন উঠছে—তবে কি তিনি আবার পুরোপুরি নিভৃত জীবনে ফিরতে চাইছেন? টানা ১৫ বছরের উজ্জ্বল কেরিয়ারের শীর্ষে থেকেও এমন সিদ্ধান্ত নেওয়া বিনোদন জগতে বিরল বলেই মনে করছেন অনেকেই।
ইনস্টাগ্রামে অরিজিৎ লেখেন,
“সব শ্রোতাকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে যে ভালোবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমি জানাতে চাই, প্লেব্যাক শিল্পী হিসেবে আর নতুন কোনও কাজ নিচ্ছি না। এটা ছিল এক অসাধারণ যাত্রা।”
এই ঘোষণার পর অরিজিৎ প্রকাশ্যে কোনও সাক্ষাৎকার না দিলেও, তাঁর ব্যক্তিগত এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট ‘WhoamI’ থেকে দেওয়া কিছু মন্তব্য সংবাদমাধ্যমে উঠে আসে। সেখানে তিনি লেখেন, এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে এবং দীর্ঘদিন ধরেই তিনি এমন কিছু ভাবছিলেন। তাঁর কথায়, বারবার একই ধরনের কাজ করতে করতে তিনি বিরক্ত হয়ে পড়েছিলেন এবং নতুন প্রতিভাদের উঠে আসতে দেখার আগ্রহও তাঁর এই সিদ্ধান্তের অন্যতম কারণ।
তবে ওই এক্স অ্যাকাউন্টটি সত্যিই অরিজিতের কিনা, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এই সিদ্ধান্তে সংগীতজগতের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। গায়িকা সোনা মহাপাত্র বলেন, প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানো মানে প্রস্থান নয়, বরং সৃষ্টিশীল স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া। শ্রেয়া ঘোষাল একে অরিজিতের জীবনের নতুন অধ্যায় বলে উল্লেখ করেন। অভিনেত্রী নীনা গুপ্ত বলেন, প্রথমে অবাক হলেও পরে তিনি বুঝেছেন, এটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত।
রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’ দিয়ে যাত্রা শুরু করে ২০১১ সালে মার্ডার ২ ছবির ‘ফির মহব্বত’ গান দিয়ে প্লেব্যাক দুনিয়ায় আত্মপ্রকাশ করেন অরিজিৎ। ‘তুম হি হো’ তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা ও ফিল্মফেয়ার পুরস্কার। এরপর শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর কাপুরদের জন্য একের পর এক সুপারহিট গানে কণ্ঠ দেন তিনি।
গত বছর স্পটিফাইয়ে ১৫ কোটির বেশি ফলোয়ার নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি অনুসৃত শিল্পীও হন অরিজিৎ সিং।
মুম্বইয়ের আড়ম্বর ছেড়ে আজও নিজের শহর জিয়াগঞ্জেই সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন তিনি। এমনকি ব্রিটিশ গায়ক এড শিরানের ‘স্যাফায়ার’ গানে তাঁর সেই শহুরে জীবনের ঝলকও দেখা গেছে।
প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার খবরে ভক্তরা যেমন হতবাক, তেমনই সবাই কৌতূহলী—এর পর অরিজিৎ সিং কোন নতুন পথে হাঁটেন।