দড়ি ছাড়াই তাইপে ১০১ জয়! ঝুঁকির মাঝেই ইতিহাস গড়লেন অ্যালেক্স হনল্ড
রবিবার সকালেই হনল্ড আরোহণ শুরু করেন। ভবনের অনুভূমিক ধাতব বিম এবং ছোট এল-আকৃতির কাঠামোকে ভর করে তিনি খালি হাতেই উপরে উঠতে থাকেন।
অনলাইন ডেস্ক, কলকাতা: আমেরিকার প্রখ্যাত রক ক্লাইম্বার অ্যালেক্স হনল্ড রবিবার দড়ি বা কোনও সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাইওয়ানের রাজধানী তাইপের আইকনিক আকাশচুম্বী ভবন তাইপে ১০১-এ আরোহণ করে ইতিহাস গড়লেন। ৫০৮ মিটার উঁচু এই ভবনে ওঠার সময় নিচে জড়ো হওয়া দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে এলাকা।
রবিবার সকালেই হনল্ড আরোহণ শুরু করেন। ভবনের অনুভূমিক ধাতব বিম এবং ছোট এল-আকৃতির কাঠামোকে ভর করে তিনি খালি হাতেই উপরে উঠতে থাকেন। এক পর্যায়ে লাল রঙের হাফ-হাতা শার্ট পরা হনল্ড থেমে দর্শকদের দিকে ফিরে তাকাতেই আবারও উচ্ছ্বাসে ফেটে পড়ে ভিড়।
এই রোমাঞ্চকর আরোহণটি নেটফ্লিক্সে ১০ সেকেন্ডের বিলম্বে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। শনিবার এই অভিযান হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।
তাইপে ১০১ ভবনের মোট ১০১টি তলার মধ্যে সবচেয়ে কঠিন অংশ ছিল মাঝের ৬৪ তলা, যা ‘বাঁশের বাক্স’ নকশার জন্য পরিচিত। আটটি ভাগে বিভক্ত এই অংশে প্রতিটি সেগমেন্টে ছিল খাড়া ও ওভারহ্যাং করা দেয়াল, মাঝে মাঝে বারান্দা—যেখানে হনল্ড কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন। পাশাপাশি, ভবনের বাইরে বেরিয়ে থাকা বড় অলঙ্করণ কাঠামোর চারপাশ দিয়ে সাবধানে উঠে যেতে হয়েছে তাঁকে।
এই উচ্চঝুঁকির অভিযান দর্শকদের মধ্যে যেমন উত্তেজনা তৈরি করেছে, তেমনই লাইভ সম্প্রচারে এমন বিপজ্জনক কাজের নৈতিক দিক নিয়েও আলোচনা শুরু হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, হনল্ডই প্রথম ব্যক্তি যিনি দড়ি ছাড়াই তাইপে ১০১-এ আরোহণ করলেন। এর আগে ২০০৪ সালের বড়দিনে ফরাসি ক্লাইম্বার অ্যালাঁ রোবে দড়ি ব্যবহার করে এই ভবনে আরোহণ করেছিলেন। হনল্ড এর আগেও ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের এল ক্যাপিটানে দড়ি ছাড়া আরোহণ করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন।