August 2, 2025

বাইকুল্লা চিড়িয়াখানার নতুন আকর্ষণ সদ্যোজাত পেঙ্গুইন!

 বাইকুল্লা চিড়িয়াখানার নতুন আকর্ষণ সদ্যোজাত পেঙ্গুইন!

রেকর্ড সংখ্যক দর্শনার্থীকে চিড়িয়াখানায় আকর্ষণ করছে একটি সদ্যোজাত পেঙ্গুইন। বিগত কয়েক সপ্তাহ ধরেই মুম্বাইয়ের বাইকুল্লা
চিড়িয়াখানার চিত্রটা ঠিক এমনই। বাইকুল্লা চিড়িয়াখানার বায়োলজিস্ট এবং জনসংযোগ আধিকারিক ডঃ অভিষেক সাতাম বলেন, ‘সম্প্রতি একটি পেঙ্গুইন দু’টি পুরুষ ও একটি
মেয়ে পেঙ্গুইনের জন্ম দিয়েছে। নতুন এই শাবকগুলির নাম দেওয়া হয়েছে অ্যালেক্সা, ফ্লাশ এবং বিঙ্গো। দর্শকরা এই পেঙ্গুইনগুলিকে দেখার জন্য খুব ভিড় করছে।’ বিশেষ করে শিশুদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে বলেই জানাচ্ছেন চিড়িয়াখানার কর্মকর্তারা। ডাঃ সাতাম জানিয়েছেন, দেওয়ালির সময় থেকেই চিড়িয়াখানায় ভিড় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। একদিনে সর্বাধিক ৩১ হাজার মানুষের ভিড় হয়েছে বলেই জানিয়েছেন তিনি। এই চিকিৎসক এও জানিয়েছেন যে, এভাবে মানুষের ভিড় বেড়ে যাওয়ার ফলে ব্রিহানমুম্বাই পুর নিগমের রাজস্ব খাতে আয়ও বাড়বে। বেশিরভাগ দর্শনার্থীরাই পেঙ্গুইনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। চিড়িয়াখানার
কর্মীরাও নিয়ম করে এই সদ্যোজাত পেঙ্গুইনগুলির দিকে নজর রেখে চলেছেন। জনসংযোগ আধিকারিক ডাঃ সাতাম বলেন, ‘পেঙ্গুইন, বিশেষ করে সদ্যোজাতগুলি যাতে নিরাপদে থাকে এবং ওদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য সর্বদা নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *