January 11, 2026

গভীর রাতে দুই নাবালিকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য!!

 গভীর রাতে দুই নাবালিকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বৃহস্পতিবার গভীর রাতে তেলিয়ামুড়া বাজার থেকে দুই অজ্ঞাত পরিচয় নাবালিকা কন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার তেলিয়ামুড়া থানায় ছুটে আসে চাইল্ড লাইনের কর্মীরা। দুই নাবালিকা কন্যা জানায়,তাদেরকে কে বা কারা জোরপূর্বক ধারালো অস্ত্র দেখিয়ে গাড়িতে করে তুলে নিয়ে এসেছে। গভীর রাতে দুই অজ্ঞাত পরিচয় নাবালিকা কন্যা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই তেলিয়ামুড়া বাজারে ১৩ এবং ১৪ বছর বয়সি দুই নাবালিকা কন্যাকে একা একা ঘুরতে দেখে বাজারের লোকজনদের সন্দেহ হয়। তাদেরকে নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে তারা কিছু বলতে পারেনি। শেষে বাজারের লোকজন ওই দুই কন্যাকে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে খোয়াই থেকে আগত চাইল্ড লাইনের কর্মীরা এসে জিজ্ঞাসা করে জানতে পারে তাদের বাড়ি মনু এলাকায়। বর্তমানে এরা চাইল্ড লাইনের তত্ত্বাবধানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *