August 2, 2025

১০৩২৩, ফের মামলা! পরবর্তী শুনানি ১৩ ডিসেম্বর

 ১০৩২৩, ফের মামলা! পরবর্তী শুনানি ১৩ ডিসেম্বর

ফের উচ্চ আদালতে গড়াল ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের একটি মামলা। এ নিয়ে ফের জোর জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে মামলাটির আংশিক শুনানি হয়। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। সংশ্লিষ্ট মামলায় আগেই রাজ্য সরকার সহ অন্যান্য বিবাদী পক্ষকে উকিল নোটিশ দেওয়া হয়েছিলো জবাব দেওয়ার জন্য। কিন্তু সেই নোটিশের জবাব কেউই দেয়নি। ফলে উচ্চ আদালতে মামলা গড়ায়। উল্লেখ্য, ছাঁটাইকৃত কয়েকজন শিক্ষক উচ্চ আদালতে দায়ের করা আর্জিতে জানিয়েছেন, রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর ‘সার্ভিস কোড অফ কনডাক্ট রুলস’ অমান্য করে কোনও রকম কারণ দর্শানোর নোটিশ ছাড়া কীভাবে কর্মচারী (শিক্ষক) ছাঁটাই করলো? সার্ভিস রুলস অমান্য করে কীভাবে কর্মচারী (শিক্ষক) ছাঁটাইয়ের নির্দেশ (Termination Order) দিলো? তাও ওয়েব সাইটের মাধ্যমে। শুধু তাই নয়, দুই দিন পর ওয়েবসাইট থেকেও সেই টার্মিনেশন অর্ডার উধাও হয়ে গেছে। এই প্রশ্নেই ফের উচ্চ আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *