August 2, 2025

রাষ্ট্রীয় একতা দিবস

 রাষ্ট্রীয় একতা দিবস

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দেশের অখণ্ডতা ও ঐক্য রক্ষার জন্য ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ছিলো সবথেকে বেশি। তিনি অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য আজীবন আপোষহীন লড়াই চালিয়ে গেছেন। তাঁর এই প্রয়াসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৪ সাল থেকে প্রতি বছর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটিতে জাতীয় ঐক্য দিবস হিসাবে সারা দেশে পালিত হয়ে আসছে। তারই অঙ্গ হিসাবে সোমবার দেশের সব জেলায় পঁচাত্তর হাজার স্হানে সজাল সাতটা থেকে আটটা পর্যন্ত আয়োজিত হয় “রান ফর ইউনিটি”।

রাজ্যে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা,শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী রামপদ জমাতিয়া, মুখ্য সচেতক কল্যানী রায়, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্যসচিব,রাজ্য পুলিশের ডি জি,সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা, সমাজের বিভিন্ন অংশের মানুষ, ছাত্র ছাত্রী থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনেরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *