August 2, 2025

শ্রী অরবিন্দ শ্রী মা আশ্রমে “আমি অপরাজিতা”

 শ্রী অরবিন্দ শ্রী মা আশ্রমে “আমি অপরাজিতা”

রবিবার আগরতলার পূর্ব আড়ালিয়ার সূর্যসেন পাড়ায় অবস্থিত শ্রী অরবিন্দ শ্রী মা আশ্রমের কচিকাঁচা আবাসিকদের জন্য বেডকভার ও নিত্য ব্যবহার্য জিনিস, তৎসহ খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয় “আমি অপরাজিতা।” এই সংস্থার সূচনালগ্নে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, সকল অপরাজিতা’র আত্মজের জন্মমাসটিতে সমাজের প্রতি দায়বদ্ধতার অঙ্গহিসেবে প্রত্যেকে সমাজসেবামূলক বিশেষ কিছু কাজ করবে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সংস্থার চারজন সদস্যা স্বপ্না দাশগুপ্তা, নিরূপমা পাল, স্বপ্না পাটারি ও অর্পা রায় চৌধূরী সহ সংস্থার অন্যান্য সদস্যারা পূর্ব আড়ালিয়ার সূর্য সেন পাড়াস্থিত শ্রী অরবিন্দ শ্রী মা আশ্রমের আবাসিকদের জন্য ১৬টি বেডকভার, নিত্য ব্যবহার্য জিনিস ও খাদ্য সামগ্রীসমেত সেখানে পৌঁছে যান। আবাসনের ছোটো ছোটো আবাসিক শিশুরা প্রার্থনা সঙ্গীত, ভক্তিমূলক গান, হনুমান চালিশা, গীতাশ্লোক ইত্যাদি পরিবেশনের মাধ্যমে সংস্থার প্রতিটি সদস্যার অন্তরে এক অনাবিল আনন্দের সৃষ্টি করে।

আশ্রমের কর্ণধার শ্রী কল্যাণ দাশগুপ্ত জানান , এগারো বছর পূর্বে শ্রী অরবিন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে তোলা এই আবাসনে বর্তমানে অর্থনৈতিকভাবে দুর্বল ২৩ জন ছোটোবড়ো ছেলেমেয়েদের এখানে থেকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক চর্চাও করানো হয় । “আমি অপরাজিতা”-র সদস্যারা এই আশ্রমের কচিকাঁচা আবাসিকদের শৃঙ্খলাপরায়ণতা ও নিষ্ঠা দেখে অভিভূত। এমনটাই জানিয়েছেন সংস্থার যুগ্ম সম্পাদিকা অর্পা রায় চৌধূরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *