August 2, 2025

এয়ারপোর্ট রোডে গুলিকান্ড,আহত দুই, চাঞ্চল্য!!

 এয়ারপোর্ট রোডে গুলিকান্ড,আহত দুই, চাঞ্চল্য!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। আগরতলা ২৫ অক্টোবর : দীপাবলি উৎসবের মধ্যেই গুলি কাণ্ডে চাঞ্চল্য ছড়ালো রাজধানীতে । মঙ্গলবার রাতে রাজধানীর এয়ারপোর্ট রোড স্থিত সোনার বাংলা ঢাবার সামনে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮ টায় ওই এলাকারই ৬ যুবক ঢাবাতে যায় খাওয়ার জন্য। খাওয়া শেষ করে ধাবার বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় আগরতলার দিক থেকে একটি লাল রংয়পর অল্টো গাড়িতে অজ্ঞাত পরিচয় দুস্কৃতিরা এসে তাদের উপর এলোপাতাড়ি চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

এতে ৬ যুবকের মধ্যে একজনের পায়ে এবং অন্য আরেকজনের কোমড়ে ও হাতে গুলি লাগে। আহতদের তৎক্ষণাৎ চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যান সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এছাড়াও সদর এসডিপিও অজয় কুমার দাস সরজমিনে ঘটনার তদন্তে নামেন । শেষ খবর পাওয়া অব্দি সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে খতিয়ে দেখা হচ্ছে পুরো ব্যাপারটি । তবে দীপাবলিতে জনবহুল রাস্তায় এহেন গুলি কান্ডের ঘটনায় জনমনে ব্যপক আতঙ্ক ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *