August 4, 2025

গুয়াহাটিতে নয়া ট্রেন পতিষেবার সূচনা করলেন রাষ্ট্রপতি

 গুয়াহাটিতে নয়া ট্রেন পতিষেবার সূচনা করলেন রাষ্ট্রপতি

উত্তর পূর্বাঞ্চলে সংযোগ ব্যবস্থা আরও উন্নত করতে ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে গুয়াহাটি-লামডিং-গুয়াহাটি এক্সপ্রেসের পরিষেবা একদিক থেকে নাগাল্যাণ্ডের শোখুভি পর্যন্ত ও আরেকদিক থেকে মেঘালয়ের মেন্দিপাথার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও আগিয়াঠুরি স্টেশনে আধুনিক কার্গো কাম কোচিং টার্মিনালের শিলান্যাসও করা হয়েছে। আজ গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভার্চুয়ালি এই ট্রেনের সূচনা করেন ও প্রস্তাবিত টার্মিনালের শিলান্যাস করেন। এই সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে আসামের রাজ্যপাল প্রো. জগদীশ মুখী, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিভাগের কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী রামেশ্বর তেলি, আসাম সরকারের অর্থ ও সমাজ কল্যাণ মন্ত্রী অজন্তা নেওগ, আসাম সরকারের শিক্ষা, সমতল উপজাতি ও অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী রনোজ পেগু ও আসাম সরকারের শিল্প ও বাণিজ্য এবং পাবলিক এন্টারপ্রাইজ ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী বিমল বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা ও অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে রাষ্ট্রপতি ট্রেন পরিষেবার উদ্বোধন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উত্তর পূর্বাঞ্চলে রেল সংযোগের আরও উন্নয়নে আন্তরিক প্রচেষ্টার জন্য কেন্দ্রীয় রেল, যোগাযোগ ও বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তার সমগ্র টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মেন্দিপাথার-গুয়াহাটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি মেন্দিপাথার থেকে নতুন নম্বর ০৫৬০৭-এর সাথে প্রত্যেক মঙ্গল ও বৃহস্পতিবার রওনা দিয়ে একইদিনে গুয়াহাটি পৌঁছবে। একই ট্রেন নম্বর পরিবর্তন করে ০৫৬০৫-এর সাথে গুয়াহাটি থেকে রওনা দিয়ে একইদিনে শোখুভি পৌঁছবে। ফেরত যাত্রার সময় শোখুভি-গুয়াহাটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি শোখুভি থেকে নতুন নম্বর ০৫৬০৬-এর সাথে প্রত্যেক বুধ ও শুক্রবার রওনা দিয়ে একই দিনে গুয়াহাটি পৌঁছবে। একই ট্রেন নম্বর পরিবর্তন করে ০৫৬০৮-এর সাথে প্রত্যেক বুধ ও সোমবার গুয়াহাটি থেকে রওনা দিয়ে একইদিনে মেন্দিপাথার পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *