August 2, 2025

দুর্গাপুজো উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ জারি

 দুর্গাপুজো উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ জারি

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ জারি করেন শুক্রবার। জানা যায়, উল্লিখিত দিনগুলিতে বড় পুজো প্যাণ্ডেল এলাকায় সন্ধ্যা ৫টা থেকে রাত ১২টা (মধ্যরাত) পর্যন্ত যে কোনও ধরনের যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ থাকবে। ভিড়ের অবস্থা বিবেচনা করে মধ্যরাতের পরও বাড়ানো হতে পারে নো এন্ট্রি। শহরের বিভিন্ন নো এন্ট্রি জোনগুলি হলো উত্তর গেট, রাধানগর, সার্কিট হাউস (শান্তিকামী-পোলস্টার ক্লাব – কুঞ্জবন সেবক সংঘ), বোধজং চৌমুহনী থেকে উত্তর গেট, ভলকান ক্লাব থেকে ভগবান ঠাকুর চৌমুহনী, ভগবান ঠাকুর চৌমুহনী – লালবাহাদুর- গণরাজ চৌমুহনী পেট্রোল পাম্প – দু’দিক থেকেই, পুরানো – সেন্ট্রাল জেইল পশ্চিম কোণ থেকে লালবাহাদুর, দু’দিক থেকেই, প্রান্তিক ক্লাব থেকে পুরানো সেন্ট্রাল জেইল ক্রসিং, পোস্ট অফিস – গান্ধীঘাট – গ্র্যাণ্ডিউজ চৌমুহনী – গোলবাজার – লালমাটিয়া দু’দিক থেকেই, কামান চৌমুহনী – শিববাড়ি – সেন্ট্রাল রোড গোলবাজার ওয়ান ওয়ে, মোটরস্ট্যাণ্ড – চিত্তরঞ্জন রোড রামঠাকুর সংঘ দু’দিকেই, রামঠাকুর সংঘ – সুধী দারোগাবাড়ি রোড, চিত্তরঞ্জন রোড – চিত্তরঞ্জন ক্লাব, দু’দিক থেকেই, সংহতি ক্লাব (রামনগর ৪ নং রাস্তা থেকে ৬ নং রাস্তা) দু’দিক থেকেই বটতলা – দশমীঘাট, দু’দিক থেকেই। জয়নগর বাসস্ট্যাণ্ড থেকে যুবসমাজ (দ্বিতীয় মোড়) দু’দিক থেকেই, প্যারাডাইস চৌমুহনী মেলারমাঠ বটতলা, দু’দিক থেকেই, ভারতরত্ন, ঊষাবাজার। এছাড়াও যাত্রীবাহী যানবাহন সহ বাসগুলি ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সন্ধ্যা ৫টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত থাকবে বিভিন্ন টার্মিনাল পয়েন্টে। পণ্য পরিবহণকারী যানবাহনগুলি ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর সন্ধ্যা ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দাঁড়ানোর জন্য স্থির করা হয়েছে কিছু নির্দিষ্ট স্থান। পুজোর দিনগুলিতে রাত ১২টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পশ্চিম জেলার বিভিন্ন জোনে নির্দিষ্ট করা হয় বিভিন্ন জায়গা। এছাড়াও রোগী, বিমানযাত্রী ও ট্রেন যাত্রীদের করা হয়েছে বিকল্প সড়কের ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *