August 2, 2025

ত্রিপুরার শিকার গোয়া

 ত্রিপুরার শিকার গোয়া

পেনাল্টি থেকে মেরিনা জমাতিয়ার দেওয়া একমাত্র গোলে দিল্লীতে মেয়েদের অনূর্ধ্ব ১৭ সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়লো ত্রিপুরা । সোমবার দিল্লীর বি আর আম্বেদকর স্টেডিয়ামে আসরে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ত্রিপুরা ১-০ গোলে গোয়াকে হারায় । ম্যাচে ৪৬ মিনিটে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে গোল করেন সহ অধিনায়িকা মেরিনা জমাতিয়া । গোলটি হয় পেনাল্টি থেকে । ত্রিপুরা দলের কেয়া দেববর্মা বল নিয়ে আক্রমণে গেলে পেনাল্টি বক্সে গোয়া দলের এক ফুটবলারের হ্যান্ডবল হয় । এতে পেনাল্টি পেয়ে গোল করতে কোনওরকম ভুল করেননি মেরিনা জমাতিয়া । ম্যাচে দু’দলই দারুণ ফুটবল খেলেছে । লড়াই হয়েছে অনেকটাই সমানে সমানে । এর মধ্যে ত্রিপুরার শ্রেয়া দেব , সিয়ারি ত্রিপুরা ও অলিসা দেববর্মা সুযোগ নষ্ট না করলে ত্রিপুরা আরও গোল পেতে পারতো । বি আর আম্বেদকর স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হয়েছে এ দিন । গোয়ার বিরুদ্ধে ম্যাচে সোমবার প্রথম একাদশ খেলছেন গোলরক্ষক মলিনা রিয়াং । ডিফেন্সে সাম্পফারি জমাতিয়া ও পৃথা ত্রিপুরা । সাইড ব্যাক হিসাবে খেলবেন মেরিন জমাতিয়া ও এলিসা দেববর্মা । মিডফিল্ডে সায়ারি ত্রিপুরা , মেরিনা জমাতিয়া , সিয়ারি ত্রিপুরা ও শ্রেয়া দেব স্ট্রাইকার কেয়া দেববর্মা ও লোটারি জমাতিয়া । দিল্লী থেকে ত্রিপুরা দলের কোচ সুশান্ত দেববর্মা জানান , আমাদের মেয়েরা যথেষ্ট ভালো খেলেছে । প্রত্যেকেই মাঠে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরেছেন । আরও গোল হতে পারতো । কোনওরকম বিরতি ছাড়াই ২৪ ঘন্টার ব্যবধানে আজ গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরা প্রতিপক্ষ বিদ্যা ভারতী স্কুলের বিরুদ্ধে খেলতে নামছে । বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে । ২৪ ঘন্টার মধ্যে ম্যাচ খেলতে নেমে ত্রিপুরা কতটা লড়াই করতে পারবে এ নিয়ে আশঙ্কা রয়েছে । আগামীকাল গ্রুপপর্বের এই ম্যাচটি জিততে পারলে ত্রিপুরা প্রি – কোয়ার্টার ফাইনালে উঠে আসবে । উল্লেখ্য , ২৫ সেপ্টেম্বর দুটো সেমিফাইনাল ম্যাচ । ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *