September 20, 2025

জিবিতে শুরু পেইন ক্লিনিক পরিষেবা

 জিবিতে শুরু পেইন ক্লিনিক পরিষেবা

জিবিপি হাসপাতালে শুক্রবার সুপারস্পেশালিটি পরিষেবা পেইন ক্লিনিকের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা জিবিপি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক ।
অ্যানেসথেসিও ডিপার্টমেন্টের এই সুপারস্পেশালিটি পরিষেবা সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার খোলা থাকবে । এই পেইন ক্লিনিক পরিষেবায় অত্যাধুনিক গবেষণালব্ধ উপায়ে বিভিন্ন ইন্টারভেনশন এবং ওষুধের মাধ্যমে যেকোনও ক্রনিক ব্যথা যেমন কোমর ব্যথা , ঘাড়ে ব্যথা , বিভিন্ন বাতের ব্যথা , ক্যান্সারের ব্যথা , অস্থিপেশী ও স্নায়ুজনিত যে কোনও ব্যথার চিকিৎসা অত্যাধুনিক উপায়ে করা হবে । এটি জিবিপি হাসপাতালের এনটিএইচ -২ বিল্ডিং – এর ওপিডি টিকিট কাউন্টারের উপরের তলায় রয়েছে । ডা . রাজেশ চৌধুরী , এমডি , এফআইপিএম দুইদিন পেইন ক্লিনিকে রোগী দেখবেন বলে জানা গেছে । রোগী দেখে যাদের ইন্টারভেনশন প্রয়োজন , তাদের সপ্তাহে একদিন পেইন ওটি – তে নিয়ে পরিষেবা দেওয়া হবে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন রাজ্যবাসীর সুবিধার্থেই এই পরিষেবা চালু করা হয়েছে । তবে জিবিপি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সকল স্তরের স্বাস্থ্য কর্মী প্রশাসনিক স্তরের সহযোগিতাতেই এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে । এখন সপ্তাহে দু’দিন এই পরিষেবা প্রদান করা হলেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে আরও একটি ওপিডি করার চিন্তা ভাবনা করা হবে বলেও জানান তিনি । জানা গেছে , দেশের খুব কম হাসপাতালেই এই সুপারস্পেশালিটি পরিষেবা রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *