August 5, 2025

প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে ১,১৮,৫৫০ টি ঘর নির্মাণ সম্পন্ন

 প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে ১,১৮,৫৫০ টি ঘর নির্মাণ সম্পন্ন

রাজ্যের গ্রামীণ মহিলাদের আর্থিক ভাবে সমৃদ্ধ করার উদ্দেশ্যে গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে ৩৮ হাজার ৮৩১ টি স্ব – সহায়ক গোষ্ঠী গঠন করা হয়েছে । এই স্ব – সহায়ক গোষ্ঠীগুলির সাথে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি গ্রামীণ মহিলা জড়িত রয়েছেন । স্ব – সহায়ক গোষ্ঠীগুলিকে ব্যাঙ্কের মাধ্যমে ৮১১ কোটি টাকা ঋণ প্রদানের পাশাপাশি তাদের রিভলভিং ফান্ডের মাধ্যমেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । গ্রামীণ মহিলারা সমৃদ্ধ হলে পরিবার সমৃদ্ধ হবে । পাশাপাশি গ্রামের অর্থনীতিও সুদৃঢ় হবে । শুক্রবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং এ কথা জানান । সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব জানান , দেশে আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে মিশন অমৃত সরোবর কর্মসূচির সম্প্রতি সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর উদ্দেশ্য ভবিষ্যতে জলের অভাব যেন না হয় তার জন্য পুকুর খননের পাশাপাশি পরিত্যক্ত জলাশয়গুলির সংস্কার । চিহ্নিতকৃত রাজ্যের ৯৬৬ টি অমৃত সরোবরের মধ্যে ৭৭ টি অমৃত সরোবরের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব আরও জানান , প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( গ্রামীণ ) ২০২১-২২ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত রাজ্যে মোট ২,২৮,৪১১ টি আবাসের অনুমোদন দেওয়া হয়েছে । এর মধ্যে ১,১৮,৫৫০ টি আবাসের কাজ সম্পন্ন হয়েছে । তিনি জানান , রাজ্যে চলতি অর্থ বছরে এমজিএন রেগায় এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার শ্রমদিবস সৃষ্টি হয়েছে । এমজিএন রেগায় ৬ লক্ষ ৭৭ হাজার জবকার্ড রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *