September 15, 2025

রামনগর এখন বাংলাদেশীদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে !!!

 রামনগর এখন বাংলাদেশীদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে !!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। গত সোমবার রাতে রাজধানী আগরতলার রাজনগর এলাকা থেকে ১৬ জন বাংলাদেশী ধরা পড়ার পর, মঙ্গলবার মধ্য রাতে আরও ১১ জন বাংলাদেশীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার রাতে এসবি ওয়েস্ট সূত্র মারফত খবর আসে, রামনগর এলাকায় ১১ জন বাংলাদেশী অবস্থান করছে। পরবর্তীতে রাত ১১:৩০ টায় আর্মি ইন্টেলিজেন্স ও রাজ্য পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। উল্লেখ্য, কিছুদিন পূর্বেও রামনগর এলাকায় বেশ কিছু বাংলাদেশী নাগরিক ধরা পড়েছিল। পরবর্তীতে তারা জানিয়েছিল রাজ্যের এক প্রভাবশালী ব্যক্তির ভাইয়ের হয়ে শ্রমিকের কাজ করতে তারা নাকি রাজ্যে এসেছিল।

বর্ডার এলাকায় কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও কিভাবে অবৈধভাবে সীমান্ত পার করে এত সংখ্যক বাংলাদেশী রাজ্যে আসছে? তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সামনেই দুর্গাপুজো। এই বাংলাদেশীরা রাজ্যে কোন ধরনের সন্ত্রাসমূলক কার্য রুপায়নের পরিকল্পনা নিয়ে কি আসছে? পাশাপাশি যে হারে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশীদের যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিম জেলার এসপি পরিবর্তনের পর পুলিশের কার্যক্রমে কিছুটা তেজিভাব পরিলক্ষিত করা যাচ্ছে। গত সোমবার রামনগরে একটি ফ্ল্যাটের চুরি কাণ্ডে এলাকাবাসী একজনকে আটক করার পর বাকি দুইজনকে পুলিশ আটক করে এবং চুরির মাল উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের আরও সক্রিয়তার প্রয়োজন রয়েছে বলে শহরবাসীর অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *