August 6, 2025

রাজীবের জেলা সফর

 রাজীবের জেলা সফর

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,ধর্মনগর।। রাজ্য বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্ব পাবার পর সোমবার দুই দিনের উত্তর জেলা সফরে প্রথমবার ধর্মনগর আসেন রাজীব ভট্টাচার্য। এদিন সকাল ১০ টা নাগাদ আগরতলা থেকে রেল পথে ধর্মনগর আসেন তিনি। ধর্মনগর রেল স্টেশনে প্রদেশ সভাপতিকে স্বাগত জানান উত্তর জেলার বিজেপি নেতৃত্বরা। সেখান থেকে সুসজ্জিত গাড়ি করে প্রদেশ সভাপতিকে নিয়ে বাইক র‍্যালি ধর্মনগর শহর পরিক্রমা করে সার্কিট হাউসে গিয়ে সমাপ্ত হয়।

শোভা যাত্রায় ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা সভানেত্রী তথা বিধায়িকা মলিনা দেবনাথ, বিধায়ক বিনয় ভূষণ দাস।এরপর প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য যান বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব তথা প্রাক্তন শিক্ষক রসিক রঞ্জন গোস্বামীর বাড়ি। প্রাক্তন শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন তিনি।এরপর ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন। বৈঠকে প্রদেশ সভাপতিকে সম্বর্ধনা জানান জেলা নেতৃত্বরা। মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা সভানেত্রী তথা বিধায়িকা মলিনা দেবনাথ, জেলা সভাধিপতি ভবতোষ দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *