ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!
১০৩২৩ এর দায়ের করা মামলা খারিজ আদালতে

পশ্চিম জেলার পুলিশ সুপার এবং এসডিএম সদর সহ ছয়জন সরকারী আধিকারিকের বিরুদ্ধে আনীত মামলা খারিজ করে দিয়েছে পশ্চিম জেলার মাননীয় জেলা ও দায়রা জজের আদালত । ২০২১ সালের সাতাশ জানুয়ারী ভোর নাগাদ ১০৩২৩ – এর একটি বিক্ষোভ অবস্থান হটিয়ে দেয় পশ্চিম জেলার আরক্ষা ও সাধারণ প্রশাসনের আধিকারিকরা । কারণ , জেলাশাসক কর্তৃক ওই সময়ে রাজধানী আগরতলা সিআরপিসির ১৪৪ ধারা জারি করা হয়েছিল । ১০৩২৩ শিক্ষকদের অবস্থানটি বসেছিল রাজধানীর পশ্চিম থানাধীন সিটি সেন্টার এলাকায় । সরকারী আধিকারিকদের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার তদানীন্তন পুলিশ সুপার মানিক দাস , এসডিএম সদর প্রদীপ সাহা , জিরানীয়ার তদানীন্তন এসডিপিও সুমন মজুমদার , এসডিপিও ( আমতলি ) , অনির্বাণ দাস , ডিসিএম আশিস বিশ্বাস , পশ্চিম থানার তদানীন্তন ওসি জয়ন্ত কর্মকার ওই ঘটনার প্রেক্ষিতে শিক্ষকদের তরফে বিশ্বজিৎ বণিক নামে একজন চাকরিচ্যুত শিক্ষক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করেন । পরবর্তী সময়ে এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কগনিজেন্স নেয় সংশ্লিষ্ট আদালত । ভারতীয় দণ্ডবিধির ৩০৭/৩২৫/৩২৬/৩৪১/৩৪২/৩৫০/৩৮০/৩৫৪/৩৯০/৪২৫ ১২০ ( বি ) / ৩৪ ধারায় কগনিজেন্স নেওয়া হয় । সিজেএম আদালতের এই প্রক্রিয়ার বিরুদ্ধে সেশন কোর্টে রিভিশন পিটিশন দাখিল করেন আইনজীবী বিশ্বজিৎ দেব এবং আইনজীবী বিদ্যুৎ সূত্রধর । পিটিশনের যাবতীয় বিষয় খতিয়ে দেখে সম্প্রতি মামলাটি বাতিল করে দেয় সেশন কোর্ট । কারণ সরকারী কাজে কোনও পদস্থ আধিকারিক নিযুক্ত থাকলে এবং এদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় । যা নেওয়া হয়নি । ফলে সিজিএম কোর্টের প্রক্রিয়া খারিজ করার পাশাপাশি মামলাটি বাতিল করে দেওয়া হয় ।