August 2, 2025

নাবালিকা ধর্ষন, দোষীর আমৃত্যু কারাবাস!

 নাবালিকা ধর্ষন, দোষীর আমৃত্যু কারাবাস!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, বিলোনীয়া।।দশ বছরের নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত জয়দেব মন্ডলকে আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। মঙ্গলবার বিলোনিয়ার বিশেষ আদালতে এই মামলার রায় ঘোষণা হয়।
ঘটনা ৭ ফেব্রুয়ারি ২০২০ ইং। শান্তির বাজার থানারধীন আর কে গঞ্জ এলাকার বাসিন্দা জয়দেব মন্ডল। বয়স ২৮ বছর। সে বিবাহিত। স্ত্রী সহ ছোট দুই পুত্র সন্তানও রয়েছে। পেশায় দিনমজুর। মুহুরীপুরে নাম সংকীর্তন শুনতে ৭ ফেব্রুয়ারি ২০২০ ইং শান্তির বাজার থেকে সেখানে যায় জয়দেব মন্ডল। এদিন কীর্তন শুনতে শুনতে রাত হয়ে যাওয়ায় বাড়িতে না ফিরে পশ্চিম মুহুরীপুরে তার এক বন্ধুর বোনের বাড়িতে যায়। এর আগেও সে বন্ধুর সাথে বন্ধুর বোনের বাড়িতে গিয়েছিল। এদিন বন্ধুর বোনের বাড়িতে রাত্রি যাপন করে। ছোট ঘর। বন্ধুর বোনের ১০ বছরের নাবালিকা শিশু কন্যা রয়েছে। নাবালিকা শিশু কন্যা জয়দেব মন্ডল কে তার মামার বন্ধু হিসাবে তাকেও মামা বলে ডাকতো।

রাতের বেলা চৌকিতে নাবালিকা কন্যা ও জয়দেব মন্ডল একসাথে ঘুমায়। নিচে বন্ধুর বোন ও তার স্বামী ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত সাড়ে দশটায় ১০ বছরের নাবালিকা শিশু কন্যা চিৎকার দিয়ে ওঠে। ঘুম থেকে নাবালিকার মা বাবা উঠে লাইট জ্বালিয়ে দেখে ঘৃণতর অবস্থা। নাবালিকা কন্যা জানায় তার মামা তাকে মুখ চেপে ধরে এবং ধর্ষণের ঘটনার বর্ণনা দেয়। এই ঘটনার খবর পেয়ে রাতেই বপ্রতিবেশীরা ছুটে আসে। জয়দেব মণ্ডল কে আটক করা হয়। পরদিন ৮ ফেব্রুয়ারি বাইখোরা থানায় জয়দেব মন্ডল এর বিরুদ্ধে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। থানার তৎকালীন এসআই রুমা নোয়াতিয়া মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এই মামলার রায় বের হয়। বিলোনিয়া বিশেষ আদালতের বিচারক আশুতোষ পান্ডে জয়দেব মন্ডলকে দোষী সাব্যস্ত করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) (i) এবং ৬ পকসো এ্যক্ট অনুসারে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর প্রভাত চন্দ্র দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *