August 3, 2025

১২জন বাংলাদেশী পুলিশের জালে!!!

 ১২জন বাংলাদেশী পুলিশের জালে!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, মোহনপুর।।
বারো জন বাংলাদেশীকে আটক করলো সুন্দর টিলা ফাঁড়ির পুলিশ। শনিবার বিকেলে সিমনার মতাই এলাকার পাট্টা বিল চৌমুহনী এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। থানার দায়িত্বপ্রাপ্ত ওসি তরুনী জমাতিয়া জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানাগেছে, আরো কিছু লোক বাংলাদেশ থেকে আসবে। ধৃতরা প্রত্যেকেই কাজের সন্ধানে ত্রিপুরায় ঢুকেছে।একসাথে এতজন বাংলাদেশী নাগরিকের বেআইনী ভাবে ভারতে প্রবেশ করা নিয়ে ফের সীমান্তে নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

স্থানীয় লোকদের অভিযোগ, সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের দায়িত্ব পালনে ঢিলামি রয়েছে। যদিও বিএসএফের পক্ষে জোরালো দাবি তাদের কঠোর নজরদারি রয়েছে সীমান্তে।
এদিকে, বাংলাদেশীদের আটক হওয়ার খবর শুনে সিমনার বিধায়ক বৃষকেতু দেববর্মা থানায় গিয়ে ধৃতদের সাথে কথা বলেন পুলিশের সামনে। তারা কিভাবে এসেছে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। পুলিশকে সাথে নিয়েই মাতাই পাট্টা বিল এলাকার একটি বিওপি পোস্ট দেখতে যান। ধৃতরা পুলিশ এবং বিধায়ককে জানায়, ওরা রাতের আঁধারে বাংলাদেশ থেকে এসেছে। ফলে কোন দিকে প্রবেশ করেছে সঠিক ভাবে বলতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *