September 20, 2025

স্টেট ব্যাঙ্কের ভল্ট থেকে ১১ কোটির কয়েন গায়েব!

 স্টেট ব্যাঙ্কের ভল্ট থেকে ১১ কোটির কয়েন গায়েব!

এক জায়গায় ২৮ কোটি টাকার নোট জড়ো করা থাকলে দেখতে কেমন লাগে , সদ্য গোটা দেশ দেখেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে । বিপুল পরিমাণে নগদ উদ্ধারের পর সেই ছবি টুইট করে প্রকাশ্যে এনেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি ) । এ বার ভাবুন , এক জায়গায় ১১ কোটি টাকার খুচরো কয়েন জড়ো করা থাকলে তার আকার কেমন হবে ! ছোটখাটো একটা পাহাড় । তাও যদি সেই কয়েনের স্তূপ একটি ঘরের মধ্যে থাকে , তবে তা আক্ষরিক অর্থেই ঘরের মধ্যে পয়সার পাহাড় । প্রায় তেমন পরিমাণের কয়েনের আস্ত পাহাড় উধাও হয়ে গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভল্ট থেকে ! এমন চাঞ্চল্যকর ঘটনা সামনে আসার পর সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়েছে । কোথায় গেল অত কয়েন ? খুঁজে বার করতে ২৫ টি জায়গায় তল্লাশিতে নামল সিবিআই । সূত্রের খবর , স্টেট ব্যাঙ্কের রাজস্থানের কারাউলিস্থিত শাখা থেকে ওই কয়েন গায়েব হয়ে গিয়েছিল । রাজস্থান পুলিশ সেই টাকা খুঁজে বার করতে ব্যর্থ হয় । পরে জয়পুর হাইকোর্টের নির্দেশে এই খুচরো দায়িত্ব বর্তায় সিবিআইয়ের ওপর । প্রায় চার মাস আগে , গত ১৩ এপ্রিল ১১ কোটি টাকার কয়েন উধাও হয়েছে । বলে এফআইআর দায়ের করে সিবিআই । দিল্লি , জয়পুর , দাউসা , কারাউলি , বিলওয়াড়া , সাওয়াই মাধোপুর , আলওয়ার , উদয়পুর – সহ ২৫ জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই । যে সব জায়গায় অভিযান চলেছে , তার মধ্যে ১৫ জন প্রাক্তন ব্যাঙ্ককর্মী ও অফিসারের বাড়ি রয়েছে । ২০২১ সালের আগস্টে ব্যাঙ্ক নগদ টাকার হিসেব মেলাতে গিয়ে দেখে তাদের ভল্ট থেকে বিপুল পরিমাণে খুচরো উধাও হয়ে গেছে । শুনে দেখা যায় , ৩ হাজার কয়েনের ব্যাগে পড়ে আছে ২ কোটি টাকা । এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । সেখানে ব্যাঙ্ক জানায় , ১৩ , কোটি টাকারও বেশি মূল্যের কয়েন গণনা করার জন্য জয়পুর – ভিত্তিক এক বেসরকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল । এসবিআই তাদের অভিযোগে বলে , কয়েন গোনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট বেসরকারী সংস্থার কর্মচারীরা কয়েন গুনতে এসে ২০২১ সালের ১০ আগস্ট তারা স্টেট ব্যাঙ্কের গেস্টহাউজে রাত কাটান । কিন্তু সেখানে গুন্ডা গোছের কিছু লোকজন তাদের গণনা থেকে বিরত থাকার হুমকি দিয়েছিল । প্রশ্ন ওঠে , ব্যাঙ্কের যে কোনও শাখায় আজকাল চারদিকে সিসি ক্যামেরার আওতায় থাকে । ভল্টের ভিতরেও থাকে ক্যামেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *