August 3, 2025

জনতার হাতে আটক দুই কুখ্যাত চোর!

 জনতার হাতে আটক দুই কুখ্যাত চোর!

দৈনিক সংবাদ অনলাইন, ধর্মনগর।। ১৪ আগষ্ট সকালে চুরাইবাড়িতে দুই কুখ্যাত চোরকে আটক করেছে স্থানীয় জনতা। গাড়ির ব্যাটারি, তেল সহ যাবতীয় সামগ্রী চুরির সাথে জড়িত এই চক্র। জানা যায়, চুরাইবাড়ি থানার অন্তর্গত রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে গত দুইমাস ধরে রাতের বেলা গাড়ির ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে চোরের দল। এমনকি চোরের দল বাড়িতে থাকা জলের মোটর, গাড়ির তেল, টায়ার, বাইসাইকেল সব কিছুই হাতিয়ে নিচ্ছে।

অভিযোগ, এই চোর চক্রের মূল সর্দার নাকি জনৈক আলী হোসেন। তার একটি ভাঙ্গা সামগ্রী ক্রয় করে বিক্রি করার দোকান রয়েছে। অভিযোগ, সে এলাকায় চুরি যাওয়া সামগ্রীগুলি ক্রয় করে। চোরের মদতদাতা হিসেবে এলাকায় পরিচিত। এদিকে বর্তমানে থানায় আটক দুই অভিযুক্তের নাম হলো আলি হোসেন (৪০) পিতা আব্দুল রহিম, অপরজন নাজিম উদ্দিন (২১)পিতা ওয়ারিচ আলী(বাদুড়)। উভয়েই পূর্ব চুরাইবাড়ি পঞ্চায়েতের বাসিন্দা। বর্তমানে তারা চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে। বর্তমানে পুলিশ এই চোর চক্রের বাকি সদস্যদের জালে তুলতে অভিযানে নেমেছে। ধারণা করা হচ্ছে এই চোর চক্রের আরও কিছু সদস্য সহ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের হতে পারে পুলিশের অভিযানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *