August 6, 2025

অমৃত মহোৎসবে বিএসএফ

 অমৃত মহোৎসবে বিএসএফ

দৈনিক সংবাদ অনলাইন, ধর্মনগর।। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে শুক্রবার ধর্মনগর ইয়াকুবনগর স্থিত ১৩৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের পক্ষ থেকে সীমান্ত এলাকায় শোভা যাত্রা অনুষ্ঠিত করে।এদিন সকাল ৯ টা থেকে ইয়াকুবনগর ১৩৯ নং বিএসএফ ব্যাটেলিয়ানের জোয়ানরা বিষ্ণুপুর ,বকবকি, হয়ে লাল ছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়।

সেখানে স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। এরপর শোভা যাত্রাটি পুনরায় রাগনা বিএসএফ ক্যাম্পে হয়ে ধর্মনগর শহর পরিক্রমা করে পুনরায় বেলা ২টা নাগাদ ইয়াকুবনগর ক্যাম্পে এসে সমাপ্ত হয়।শোভা যাত্রায় নেতৃত্বে ছিলেন ইয়াকুবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডেন্ট প্রমোদ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *