উত্তরকাশীতে হড়পা বানে বাড়ছে মৃ*তের সংখ্যা, নিখোঁজ ১১ জওয়ান!!
প্রচুর বিরল প্রজাতির প্রাণী আটক!!

দৈনিক সংবাদ অনলাইন, ধর্মনগর।। পাচার কালে শুক্রবার ধর্মনগর রেল স্টেশনে এক মহিলার কাছ থেকে আটক প্রচুর বিরল প্রজাতির প্রাণী। ওই মহিলা রেলের সাফাই কর্মী। পুনে স্টেশনে কাজ করে।

এই বিরল প্রজাতির প্রাণী গুলি আগরতলা নিয়ে আসা হচ্ছিল। কোথা থেকে এই গুলি আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হবে? এই এখনো কিছু জানা যায়নি। আটক করা হয়েছে ওই মহিলাকে।
