August 2, 2025

মৃত্যুর পরও চিকিৎসার নামে অর্থ আদায়!!!

 মৃত্যুর পরও চিকিৎসার নামে অর্থ আদায়!!!

দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।।মৃত্যুর পরও মরদেহ হাসপাতালের বেডে রেখে চিকিৎসার নামে অর্থ আদায়! যেন রুপালি পর্দার জম্পেশ চিত্রনাট্য। এমনই গুরুতর অভিযোগ উঠেছে আগরতলার একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। আর বিষয়টি প্রকাশ্যে আসার পর হাসপাতালে তুলকালাম কান্ড। ঘটনা মঙ্গলবার রাতে। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে হয়। ঘটনার বিবরণে জানা গেছে, আমতলী থানাধীন ফুলতলী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা সুদীপ রক্ষিত নামে ২১ বছরের যুবক সাধারণ পেট ব্যথা নিয়ে মঙ্গলবার হাপানিয়া টি এম সি তে ভর্তি হয়।

কিন্তু চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। সেই মতো সুদীপকে তার পরিজনেরা আগরতলার বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করায়। তখনও সুদীপ পায়ে হাটঁতে পারছিলো। সেই রাতেই সুদীপের মৃত্যু হয়।
এরপরই ঘটনা অন্য দিকে মোড় নেয়। অভিযোগ, সুদীপের মৃত্যু হওয়ার পরও তার মরদেহ বেডে রেখে চিকিৎসার নাম করে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘরি আরও টাকা জমা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল।

কিন্তু পরিজনেরা সুদীপকে না দেখে টাকা জমা দেবে না বলে সাফ জানিয়ে দেয়। এনিয়ে বেশ কিছু সময় বিতর্ক চলে।শেষে দুইজন কে রোগী দেখার অনুমতি দেওয়া হয়। তারা গিয়ে দেখে সুদীপ মারা গেছে আগেই। অভিযোগ, বেগতিক বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিজনদের বিক্ষোভ চরমে উঠে। দীর্ঘসময় উত্তেজনা চলতে থাকে। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *