August 3, 2025

কমনওয়েলথের অন্তিম দিনে জোড়া স্বর্ণপদক জয় ভারতের

 কমনওয়েলথের অন্তিম দিনে জোড়া স্বর্ণপদক জয় ভারতের

দৈনিক সংবাদ অনলাইনঃ একের পর এক সাফল্য ভারতের। আজ, সোমবার চলতি কমনওয়েলথ গেমসের অন্তিম দিন। অন্তিম দিনে ভারতের ঘরে এল জোড়া স্বর্ণপদক। সোমবার কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে খেলতে নেমে মিচেল লি’কে ২১-১৫, ২১-১৩ এ হারিয়ে স্বর্ণপদক জয় করেন পিভি সিন্ধু। চলতি কমনওয়েলথ গেমসে এটাই তাঁর প্রথম স্বর্ণপদক। ২০১৪ সালে গ্লাস্কো গেমসে ব্রোঞ্জ এবং ২০১৮ গোল্ডকোস্টে রূপোর পর এবার ২০২২ এর কমনওয়েলথে সোনা জিতলেন তিনি। পিভি সিন্ধুর সোনা জয়ের কিছুক্ষণ পরেই পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে মালেশিয়ার তেজে জঙকে ১৯-২১, ২১-৯ ২১-১৬ এ হারিয়ে সোনা জয় করেন লক্ষ্য সেন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের অন্তিম দিনে ভারতের এর সাফল্য সত্যিই গর্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *