August 2, 2025

পাক হিন্দু মেয়ের ডিএসপি পদ নিয়ে প্রচার

 পাক হিন্দু মেয়ের ডিএসপি পদ নিয়ে প্রচার

পাকিস্তানে একটি হিন্দু মেয়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিএসপি পদ অর্জন নিয়ে অনেক প্রচার হচ্ছে । পঁচাত্তর বছর আগে অখণ্ড ভারত ভেঙে জিন্নাহ রক্তপাত ও নরনারী হত্যার দ্বারা পাকিস্তান নামে যে রাষ্ট্র বানান , তা এখন প্রথম হিন্দু ডিএসপি মহিলা পেল , যার নাম মনীষা রোপেতা ( ২৬ ) । মেধা তালিকায় ১৬ তম অবস্থানে আছে সে । তার বাড়ি সিন্ধু প্রদেশের জেকোবাবাদে । ১৩ বছর যখন , তার পিতার মৃত্যু হয় । সে করাচিতে থেকে স্নাতক হয় । এরপর ডিএসপি পদে পরীক্ষায় সাফল্য । পাকিস্তানে মোট জনসংখ্যার মাত্র দেড় শতাংশ হিন্দু । তারা পাকিস্তানের প্রাচীনতম জনগোষ্ঠী ।

কিন্তু ইসলামিক রাষ্ট্রে তাদের মর্যাদা নেই । কারণ তারা রাষ্ট্রধর্মের অনুসারী নয় । কাফের তথা বিধর্মী বলে আখ্যায়িত । দুই বছর আগে নম্রিতা চান্দানি নামের এক হিন্দু ছাত্রী চিকিৎসাবিদ্যার শেষ বর্ষের ছাত্রী কলেজের হোস্টেলেই খুন হয় । মেহরান আরো এবং আলি শাহ নামের দুই মুসলিম ছাত্র ওই ঘটনায় গ্রেপ্তার হয় । যারা নম্রিতার সহপাঠী ছিল । কলেজ কর্তৃপক্ষ এই হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয় ।

এদিকে দেশটিতে হিন্দু মেয়ের ডিএসপি হওয়া হিন্দু মেয়েদের সিন্ধু প্রদেশে অপহরণ থেকে রক্ষায় কতটা ভূমিকা নেবে , তা সময়ই বলতে পারে । প্রতি বছর পাকিস্তানে অন্তত এক হাজার ধর্মীয় সংখ্যালঘু মেয়ে অপহৃত হয় মুসলিমদের দ্বারা । অপহৃতদের বৃহদংশই সিন্ধু প্রদেশের । তিন বছর আগে পুষ্পা কোহলি নামে সিন্ধু প্রদেশের এক মেয়ে পুলিশ বিভাগে এএসআই হয়েছিল । তুমুল প্রচারে এসেছিল তা । ভারতে তেত্রিশ বছর আগেই সর্বোচ্চ আদালতে মুসলিম মহিলা বিচারপতি হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *