August 3, 2025

শহীদ স্মরণ!!

 শহীদ স্মরণ!!

দৈনিক সংবাদ অনলাইন।। ১৯৮৮ সালের ৩ জুলাই দেশ সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন রাজ্যের লেম্বুছড়ার সিপাহি পাড়ার বীরসন্তান রবিকুমার দেব্বর্মা। ভারতীয় সেনাবাহিনীর ৪ নম্বর আসাম রেজিমেন্টের জওয়ান রবিকুমার দেব্বর্মা ১৯৮৮ সালে শ্রীলঙ্কায় কর্তব্য পালন করতে গিয়ে শহীদ হয়েছিলেন।

মরণোত্তর বীরচক্র উপাধিতে ভূষিত শহীদ জওয়ান রবিকুমার দেব্বর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার লেম্বুছড়া পার্কে অবস্থিত শহীদের মর্মর মুর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রতি বছরই জুলাই মাসে আসাম রেজিমেন্টের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিনও বাহিনীর কমান্ডেন্ট আর কে সিংহের নেতৃত্বে এবং শহীদের মা, ভাই সহ অন্যান্যরা শহীদ বেদিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *