August 3, 2025

হাতির তান্ডব মোকাবিলায় রাজ্যে এলো বিশেষজ্ঞ দল

 হাতির তান্ডব মোকাবিলায় রাজ্যে এলো বিশেষজ্ঞ দল

দৈনিক সংবাদ অনলাইন,তেলিয়ামুড়া।। বণ্য দাঁতাল হাতির তাণ্ডব থেকে তেলিয়ামুড়ার হাতি প্রবণ এলাকার জনগণকে রক্ষা করার জন্য বহিঃরাজ্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল তেলিয়ামুড়া বন বিভাগের অফিসে এলো। এই প্রতিনিধি দলে আছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হাতি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কে.কে শর্মা, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডনার পি.আগরওয়াল, সহ হাতি গবেষক ও হাতি বিশেষজ্ঞরা।

প্রতিনিধি দলটি খোয়াই জেলার বন আধিকারিক, তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সহ বনদপ্তরের এক দলকে নিয়ে তেলিয়ামুড়ার হাতি প্রবন এলাকা গুলো স্বরোজমিনে পরিদর্শন করেন।

শুক্রবার তেলিয়ামুড়া আর.ডি ব্লকের কনফারেন্স হলে মহকুমার বিধায়িকা কল্যাণী রায়ের পৌরহিত্যে বনদপ্তরের আধিকারিক সহ হাতি প্রবন এলাকা গুলির জনপ্রতিনিধিদের নিয়ে এক রুদ্ধ দ্বার বৈঠক করেন।
বৈঠকে মূলত বণ্য দাঁতাল হাতিগুলোকে কিভাবে জনবহুল এলাকা থেকে বিতাড়িত করা যায় সে নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *