August 3, 2025

হর ঘর তিরঙ্গা,এএমসিতে বৈঠক

 হর ঘর তিরঙ্গা,এএমসিতে বৈঠক

দৈনিক সংবাদ অনলাইন।। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহন করেছে। সেই কর্মসূচিকে সফল করে তুলতে আগামী ১৩,১৪ এবং ১৫ আগষ্ট আগরতলা পুর নিগমের বিভিন্ন জায়গাকে কিভাবে স্বচ্ছতা এবং সুন্দর করা যায়,

কিভাবে ঘরে ঘরে তিরঙ্গা পৌঁছে দেওয়া হবে ইত্যাদি পরিকল্পনাকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ তথা বিজেপির রাজ্য প্রভারি বিনোদ সোনকর, বিজেপির উত্তর পূর্বাঞ্চল সংগঠনমন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা সহ আগরতলা পুর নিগমের কাউন্সিলরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *