অমরপুর ও নূতনবাজারে একাধিক কর্মসূচি,কৃষকরা লাভের মুখ দেখছেন: রতন!!
বিস্ফোরক দিপ্সিতা!!!
দৈনিক সংবাদ অনলাইন। পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটাকেই শেষ করে দিয়েছে তৃনমূল কংগ্রেস। একজন শিক্ষা মন্ত্রী এসব করতে পারে? ভাবতেই লজ্জা লাগছে। রবিবার আগরতলায় একটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে এসে বঙ্গে শিক্ষা দূর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এসএফআই -এর সর্ব ভারতীয় সহ সাধারন সম্পাদিকা দিপ্সিতা ধর।