August 3, 2025

করবুকে একসাথে বীরজিৎ – বুরবো!!

 করবুকে একসাথে বীরজিৎ – বুরবো!!

দৈনিক সংবাদ অনলাইনঃ অমরপুরের মাটি বাম বিরোধী। অমরপুরের বেশিরভাগ মানুষ বরাবরইবো বাম বিরোধী মনোভাবাপন্ন। বিভিন্ন কারনে অমরপুরের মানুষ বিভিন্ন দলে সামিল হয়েছিল। তাছাড়া দীর্ঘদিন যাবত কংগ্রেস ক্ষমতা থেকে দুরে রয়েছে । কিন্তু এখন মানুষ বুঝতে পারছে কংগ্রেসের বিকল্প নেই। দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে একমাত্র কংগ্রেস দল। সারা দেশের সাথে এরাজ্যের মানুষও বিষয়টি উপলব্ধি করতে পারছেন। আর তাই দেশের সবথেকে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস ধিরে ধিরে সারা দেশে এবং এরাজ্যেও ঘুরে দাঁড়াচ্ছে।অমরপুরেও ফের কংগ্রেস দল ঘুরে দাঁড়াবে এবং সেই লক্ষ্যেই রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সংঘটন বিস্তারের জন্য বিভিন্ন কর্মসুচি হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে।

শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা করবুক যাবার পথে বিরতির সময় অমরপুরের কংগ্রেস নেতা হারাধন দাসের বাড়িতে অবস্থানকালে উপরিউক্ত কথা গুলি বলেন। করবুকের প্রয়াত ব্লক কংগ্রেস সভাপতি চেলাফ্রু মগের শ্রাদ্ধানষ্ঠানে যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। প্রত্যাশিত ভাবেই ওই শ্রাদ্ধানোষ্ঠানে করবুকের বিজেপি বিধায়ক বুরবো মোহন ত্রিপুরাও প্রয়াত ব্লক কংগ্রেস সভাপতির শ্রাদ্ধানোষ্ঠানে অংশ গ্রহণ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিজেপি বিধায়ককে একই অনুষ্ঠানে এক সাথে বসে খোস মেজাজে আলোচনা ব্যস্ত থাকতে দেখে নানা জনের মধ্যে নানান প্রশ্ন ও কৌতুহল দেখা দিয়েছে। বিশ্বস্ত সুত্রের খবর বিধায়ক বুরবো মোহন ত্রিপুরার কংগ্রেস দলে যোগদান করা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *